আশাশুনি উপজেলা চেয়ারম্যানের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ
আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম উপজেলার বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন। মঙ্গলবার সকালে তিনি পরিদর্শন ও ত্রাণ বিতরণ পরিচালনা করেন।
উপজেলার আশাশুনি সদর ও প্রতাপনগর ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে ভেঙ্গে যাওয়া ওয়াপদা বাঁধ ও রিং বাঁধ দেখেন। প্লাবিত মানুষের সাথে কথা বলেন। এসময় প্রতাপনগর ইউনিয়নের প্লাবিত ১৫০০ মানুষের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাউল বিতরণ করেন। অসহায় মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, প্রবল জোয়ারের কারণে ভাঙ্গন কবলিত এলাকার মূল বাঁধ ও রিং বাঁধ ভেঙে প্রতাপনগর, শ্রীউলা ইউনিয়নের সকল গ্রাম ও আশাশুনি সদর ইউনিয়নের অধিকাংশ গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। বানভাসি মানুষ আজ তাদের শেষ আশ্রয়স্থল ঘর ছাড়া হয়ে রাস্তার উপরে ও বিভিন্ন স্থানে বসবাস করে মানবেতর জীবনযাপন করছে। এসময় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ জাকির হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ইউপি সদস্য কোহিনুর ইসলাম, সিরাজুল ইসলাম, প্রতাপ নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আঃ বারেক গাজী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।