সড়কে পড়ে থাকা অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করালেন মিমি
সড়কের বেঞ্চের উপর পড়ে আছেন এক অসুস্থ বৃদ্ধ। সামাজিক মাধ্যমে বিষয়টি জানতে পেরেই তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলেন এমপি ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।
করোনা পরিস্থিতির কারণে কোনো চিকিৎসকই বৃদ্ধকে সাহায্য করার জন্য সেখানে যাননি। উপায় না দেখতে পেয়ে সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয়টি পোস্ট করেন আরাধনা ও জয়দীপ। তাদের সেই পোস্ট চোখে পড়তেই বৃদ্ধকে সাহায্যের জন্য এগিয়ে আসেন মিমি চক্রবর্তী।
শনিবার দুই ব্যক্তি শেক্সপিয়র সরণিতে তাকে পড়ে থাকতে দেখেন। তারা দেখেন বৃদ্ধের পায়ে গ্যাংগ্রিন হয়ে গেছে। পায়ে সংক্রমণ এতোটাই বেশি যে বৃদ্ধের উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না। বৃদ্ধকে তারা খাবার ও পানি দেন। বৃদ্ধের দ্রুত চিকিৎসার প্রয়োজন অনুভব করে সঙ্গে সঙ্গেই বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন আরাধনা-জয়দীপ নামের ওই দুই ব্যক্তি।
কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই অসুস্থ বৃদ্ধকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন মিমি। শুধু ভর্তি করাই নয়, জানা যাচ্ছে, বৃদ্ধের খোঁজ খবরও নিচ্ছেন তিনি। পুরো ঘটনার কথা ফেসবুকে পোস্ট করেছেন আরাধনা ও জয়দীপ।
সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তীর এমন উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনরাও।
বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে এক নবদম্পতি হানিমুন বাদ দিয়ে নামলেন সৈকতের আবর্জনা পরিষ্কারে৷ কাজটি করলেন বিয়ের পোশাকে, যাতে করে মানুষের নজরে আসেন এবং অন্যরা পরিবেশ পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ হন৷