গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্বরণে আলোচনা সভা ও দোয়া
ভয়াল ২১শে আগষ্ট জননেত্রী শেখ হাসিনা কে হত্যা চেষ্টায় বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত বেগম আইভি রহমানসহ সকল শহীদের স্বরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ইটাগাছায় ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে বাংলাদেশ যুব মহিলা লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা মোছাঃ সাবিহা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন (কালু)। ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মিজানুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আসিফ শাহাবাজ খান, হাসানুজ্জামান শাওন, যুব মহিলা লীগ নেত্রী রুমানা খাতুন, রেহানা বেগম, শিউলী খাতুন, স্বপ্না খাতুন, নাছিমা খাতুন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ২১শে আগষ্ট গ্রেনেড হামলা ছিল জাতির জন্য এক কলঙ্ক জনক অধ্যায়। সে দিন জামাত-বিএনপির দোষররা ওই বর্বরোচিত গ্রেনেড হামলা চালিয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যা করার জন্য। আর ওই হামলা হয়েছিল তৎকালিন বিএনপি সরকারের মদদে। সে দিনের সেই গ্রেনেডের ¯িপ্রন্টারের আঘাতের ক্ষত এখনও আহত ব্যক্তিরা বয়ে ব্যাড়াচ্ছে। অনুষ্ঠান শেষে ভয়াল ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।