করোনার অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত
করোনাভাইরাস শনাক্তে সরকার অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জাহিদ মালেক বলেন, এখন প্রায় ৮৮টি ল্যাবে পিসিআর টেস্ট হয়। কিন্তু টেস্টের সংখ্যা সেভাবে বাড়েনি। কারণ কিছু লোকের অনীহা দেখা দিয়েছে। আর দুই ধরণের টেস্ট- একটি অ্যান্টিজেন ও অপরটি র্যাপিড অ্যান্টিবডি টেস্ট। এটাও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে বলছি যে, র্যাপিড টেস্ট এ মুহূর্তে হবে না। এটার সিদ্ধান্ত এখনো নেগেটিভ।
তিনি বলেন, অ্যান্টিজেন টেস্ট সীমিত আকারে অ্যালাও করা হবে। সেটা হবে সরকারি হাসপাতালগুলোতে, যেখানে ল্যাব আছে। যেখানে আমাদের ল্যাব নেই, সরকারের তত্ত্বাবধানে সেখানে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা আগামীতে করা হবে।
মন্ত্রী আরো বলেন, তবে অ্যান্টিবডি টেস্ট এখনো অ্যালাও করা হবে না। অ্যান্টিজেন টেস্টে কম খরচে স্বল্প সময়ে রিপোর্ট আসে এবং ফলের নির্ভরতা ৭০ থেকে ৮০ শতাংশ বলে বিশেষজ্ঞরা মনে করেন।