তালায় খৃস্টান ধর্মাবলম্বীদের নির্মাণাধীন উপাসনালয় চার্চের সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা
সাতক্ষীরার তালা উপজেলার খলিল-নগর ইউনিয়নে হাজরাকাটী গ্রামে খৃস্টান ধর্মাবলম্বীদের নির্মাণাধীন উপাসনালয় চার্চের সম্পত্তি অবৈধভাবে দখল করছে । প্রেয়ার হাউজ চার্চ অব বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান স্বপন সরকার জানান যে । প্রেয়ার হাউজ চার্চ অব বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে হাজরাকাটিতে দরিদ্র, অসহায় ও এতিম শিশুদের লেখাপড়া করার জন্য সেখানে একটি চার্চ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্থানীয় খৃস্টান সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোকজন। , চার্চ নির্মাণে তালা
হাজরাকাটি মৌজায় ৭০৫ দাগে ২৫১ খতিয়ানে ৭ শতক সম্পত্তি একই এলাকার মৃত আবদুল বারি শেখের দুই ছেলে নাজিমুদ্দিন শেখ, শিহাব শেখ এবং মেয়ে নফুরন ও জানুয়ারার নিকট থেকে গত ২৩/০৩/২০২০ তারিখে প্রেয়ার হাউজ চার্চ অব বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে স্বপন সরকারের নামে ক্রয় করেন।
উল্লেখ্য, আবদুল বারি ও তার পরিবার বিক্রিত ওই সম্পত্তি দীর্ঘ ৭২ বছর ভোগদখল করে আসছিলেন।স্বপন সরকার , প্রেয়ার হাউজ চার্চ অব বাংলাদেশ ট্রাস্টের ক্রয়কৃত জমিতে চার্চ নির্মাণের কাজ শুরু হলে ওই জমির পিছনে তিন শতক জমি একই এলাকার মৃত অমল দাশের তিন ছেলে কুমার দাশ, মাধব দাশ ও উত্তম দাশ অবৈধভাবে দখল করে রেখেছিল। এক পর্যায়ে তারা চার্চের জমি দখল করার চেষ্টা করে। এ নিয়ে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শালিসি বৈঠক হলেও সমাধান হয়নি। মৃত অমল দাশের তিন ছেলের মধ্যে লিটন দাশ সেনাবাহিনীতে চাকরি করার সুবাদে এলাকা প্রভাব খাটিয়ে চার্চ নির্মাণে বাধা দিয়েছে।