সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় সাতক্ষীরার তালায় আ.লীগ নেতাকে পদ থেকে বহিষ্কার
সাতক্ষীরার তালা উপজেলার নলবুনিয়া বিলে মৎস্যজীবী লুৎফর নিকারীকে হত্যার ঘটনায় আওয়ামী লীগের উপজেলা সাংগঠণিক সম্পাদক সরদার মশিয়ার রহমানকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলাজুড়ে সন্ত্রাসী বাহিনী গঠণ করে সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ার জন্য কৈফেয়ত তলব করা হয়েছে।
বহিষ্কার পত্রে উল্লেখ করা হয়, সংগঠণের পদ পদবী ব্যবহার করে উপজেলা ব্যাপী নিজস্ব সন্ত্রাস বাহিনী গঠণসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়েছেন সরদার মশিয়ার। তালা উপজেলার নলবুনিয়া বিলে একজন শ্রমিক হত্যায় জড়িত বলে প্রাথমিক জানা গেছে। এহেন সন্ত্রাসী কর্মকাণ্ডে সংগঠণের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়া দলীয় পদ থেকে কেন চূড়ান্ত বহিষ্কার করা হবে না সেটি ২১ দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করা বলা হলো।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে বুধবার সন্ধ্যায় তাকে বহিষ্কার করা হয়।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ জানান, সরদার মশিয়ারকে সাময়িক বহিষ্কার করে কৈফেয়ত তলব করা হয়েছে।
Please follow and like us: