আশাশুনিতে মোবাইল কোর্টে আজও ৫ জনকে ২৭০০ টাকা জরিমানা
আশাশুনিতে মৎস্য সেট ও সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবহন শ্রমিক, চালক ও ব্যবসায়ীকে ৫টি মামলায় ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
বিজ্ঞ সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার সকাল ৮.৩০ টায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ও সদর ইউনিয়নের হাড়িভাঙ্গা মৎস্য সেটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্য বিধি না মানায় মহিষকুড় মৎস্য সেটের সভাপতিকে মৎস্য সেটে স্বাস্থ্য বিধি অমান্য করায় ২০০০ টাকা, মহিষকুড় গ্রামের মাষ্টার মাহবুবর রহমানের পুত্র হাফিজুলকে ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া তীর্থ পরিহণের সুপার ভাইজার সুশান্তকে ২০০ টাকা, শ্রীউলা গ্রামের হাকিম সরদারের পুত্র ইজিবাইক চালক হাফিজুলকে ২০০ টাকা ও আশাশুনি গ্রামের রইচ উদ্দিনের পুত্র রবিউল ইসলামকে ১০০ টাকা জরিমানা করা হয়।