জাতীয় শোক দিবসে শেখ রাসেল জাতীয় শিশু পরিষদের আলোচনা ও দোয়া
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবার বর্গের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় সুলতানপুর এলাকায় অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি।
প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়মী লীগের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর আব্দুস সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আশিকুর রহমান, সিটি কলেজ ছাত্রলীগ এর সাবেক সহ সভাপতি মহিদুল ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৌর সভাপতি নুরুল হক, মাহমুদ আলী আবির প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। কিন্তু এদেশেরই কিছু খুনিরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে বাঙালি জাতিকে কলঙ্কিত করেছিল। তাদের মধ্যে অনেকেই বিচার হয়েছে। বাকী হত্যাকারীদেরও দেশে ফিরিয়ে এনে বিচার কার্যসম্পন্ন করার চেষ্টা চলছে। বাংলাদেশ যতদিন থাকবে তত বঙ্গবন্ধুর মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।