আশাশুনিতে মোবাইল কোর্টে ৫৩০০ টাকা জরিমানা
আশাশুনি উপজেলার বিভিন্ন সড়ক ও বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্য বিধি অমান্য করা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সরবরাহ করার অপরাধে ৭টি মামলা দায়ের ও জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে আদালত পরিচালনা করে ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করেন। আশাশুনি টু সাতক্ষীরা সড়ক ও বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বাস্থ্য বিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় মাদরা গ্রামের বাবুরাম মন্ডলের পুত্র গৌরপদকে ১০০টাকা, বুধহাটা গ্রামের মৃত এসমাইল সরদারের পুত্র রমজানকে ২০০ টাকা, সাতক্ষীরা সদদরের রাজ্জাক সরদারের পুত্র রাব্বী ও রহিমকে ২০০ টাকা, চাপড়া গ্রামের আমীর সরদারের পুত্র আকবরকে ২০০ টাকা, মহেশ^রকাটি গ্রামের রবিউলের পুত্র মোশাররফ ও রণজিৎ দাশের পুত্র সুজিতকে ১০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও সরবরাহ করায় বুধহাটা বাজারের নিউ সাতক্ষীরা ঘোষ ডেইরির স্বত্ত্বাধিকারী স্বপন ঘোষকে ২০০০ টাকা ও আদি সাতক্ষীরা ডেইরির স্বত্তাধিকারী অলিদকে ২৫০০ টাকা জরিমানা করা হয়।