খাবারের মাধ্যমে করোনা ছড়ানোর কোনো প্রমাণ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
খাবার জিনিসের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় না বলে আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খাবারের মাধ্যমে করোনা ছড়ায় এ ধরণের কোনো প্রমাণ পাওয়া যায়নিও বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে, চীন জানায় যে ব্রাজিল থেকে আমদানি করা হিমায়িত মুরগির মাংসে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি প্রোগ্রামের প্রধান ডা. মাইক রায়ান বলেন, এই বিষয়টি নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে আমরা বলছি, এ নিয়ে আতঙ্কের কিছু নেই। খাবার এবং খাবারের প্যাকেটে করোনাভাইরাস ছড়ানোর কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। খাবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটানো যায় না।
সংস্থার করোনা টেকনিক্যাল প্রধান মারিয়া ফন কেরখোভে বলেন, হাজার হাজার প্যাকেট পরীক্ষা করে দেখা হয়েছে। দেখা গেছে, ১০টিরও কম ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর মানে হলো- খাবার কিংবা খাবারের প্যাকেটে ভয় পাওয়ার কিছু নেই।
সূত্র- রয়টার্স