শিশুকে স্তন্যপান করাতে পারবেন করোনা আক্রান্ত মা
মহামারি করোনাভাইরাসে অনেক গর্ভবতী মা আক্রান্ত হয়েছেন! তবে কোভিড-১৯ আক্রান্ত হলে সন্তানকে মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে এতদিন ধোঁয়াশা ছিল। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লুএইচও) এই বিষয়ে আস্বস্ত করেছে।
কোভিডে-১৯ এ আক্রান্ত মায়েরা তার কোলের শিশুকে স্তন্যপান করাতে পারবেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লুএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে উল্লেখ করা হয়েছে, স্তন্যপান শিশুর স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে।। এজন্য কোভিডে আক্রান্ত মা নির্দেশিকা মেনে সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে পারবেন।
মায়েদের আশ্বস্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনভাইরাস বুকের দুধে পাওয়া যায়নি, যার অর্থ স্তনের দুধের মাধ্যমে ভাইরাস সংক্রমণ হবে না। আপনার সন্তানের সংস্পর্শে আসার আগে ও পরে সাবান বা স্যানিটাইজার দিয়ে আপনার হাত ভালো করে ধুয়ে নিন। মুখে মাস্ক পরে নিন। শিশুকে খাওয়ানো সময় যত্নশীল হন।
সূএ-ডেইলি বাংলাদেশ