লেবাননে বিস্ফোরণের পর এবার আরব আমিরাতের মার্কেটে আগুন
লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণে পর এবার সংযুক্ত আরব আমিরাতের আজমান মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় আমিরাতের নতুন শিল্পাঞ্চল আজমান মার্কেটে এ আগুন লাগে।
আজমান সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানান, তিন ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। -খবর গালফ নিউজের।
খালিজ টাইমস জানায়, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ওই জায়গাটিকে ঘিরে ফেলে। নাগরিকদের বিকল্প পথ দিয়ে যাতায়াতের আহ্বান জানানো হয়। ভিডিওতে দেখা গেছে, কালো ধোঁয়ায় আকাশ যেন মেঘাচ্ছন্ন হয়ে আছে।
তবে তাৎক্ষণিক হতাহত বা আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Please follow and like us: