করোনা: দেশে একদিনে আরো ৩৯ মৃত্যু, নতুন আক্রান্ত ২৯৭৭
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৩০৬ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯৭৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮৩টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ২৫ হাজার ১২৪টি।
ব্রিফিংয়ে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭৪ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৪৩ হাজার ৮২৪ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Please follow and like us: