কম্পিউটার মাউসের সহ–উদ্ভাবক উইলিয়াম মারা গেছেন
কম্পিউটার মাউসের সহ-উদ্ভাবক উইলিয়াম ইংলিশ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর। গত ২৬ জুলাই ক্যালিফোর্নিয়ায় শ্বাসকষ্টে মারা গেছেন তিনি।
উইলিয়ামের স্ত্রী রবার্টা এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯২৯ সালে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন তিনি। বৈদ্যুতিক প্রকৌশল নিয়ে পড়ালেখা করেছেন তিনি। এরপর মার্কিন নেভিতে যোগ দেন এই উদ্ভাবক।
১৯৬৩ সালে প্রথম মাউস তৈরি করেন উইলিয়াম। মাউস তৈরির ধারণা তার সহকর্মী ডগ এঙ্গেলবার্টের। ওই সময়টিতে প্রাথমিক কম্পিউটিং নিয়ে কাজ করছিলেন তারা দুজন।
উইলিয়াম শুধুমাত্র মাউসের সহ-উদ্ভাবক নয়। প্রথম মাউস ব্যবহারকারীও তিনি। স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে এঙ্গেলবার্টের গবেষণা প্রকল্পের অধীনে প্রথম মাউসটি তৈরি করেন তিনি। মাউসের ধারণা অ্যাঙ্গেলবার্টের থাকলেও কারিগরির পুরো কাজটিই নিজে করেছিলেন উইলিয়াম।
মাউসের আরেক উদ্ভাবক ডগ এঙ্গেলবার্ট মারা যান ২০১৩ সালে, ৮৮ বছর বয়সে।
সূত্র- বিবিসি