সাতক্ষীরার দেবহাটায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাতক্ষীরার দেবহাটাতে অভিযান চালিয়ে ১৩ বোতল ফেন্সিডিলসহ মো. রইয়া হোসেন (২৩) ও বিল্লাল সরদার (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রইয়া হোসেন দেবহাটা উপজেলার দক্ষিন পারুলিয়ার শুকুর আলী মোড়লের ছেলে এবং অপর বিল্লাল হোসেন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার মালিয়া রাজপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে।
বৃহষ্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই হানিফ, এএসআই রশিদুল ও এএসআই হুমায়ুনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করে।
এ-ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তিন জনকে আসামী করে দেবহাটা থানায় মামলা (নং-০৮) দায়ের হয়েছে।
Please follow and like us: