পুত্র সন্তানের বাবা হলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া
ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং বলিউডের সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্ট্যাঙ্কোভিচের মধ্যকার প্রেমের খবরটা চাউর হলেও তাদের বিয়ে হয়েছে কি না, সেটি প্রকাশ্যে আসেনি অনেকদিন। যখন আসলো, তখন জানা গেল নাতাশা সন্তানসম্ভবা।
এবার হার্দিক দম্পতির ঘর আলো করে এলো ফুটফুটে এক পুত্র সন্তান। বৃহস্পতিবার দুপুরে নিজেই পুত্র সন্তানের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভারতীয় এই অলরাউন্ডার।
বুধবার হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার সময় অন্তঃসত্ত্বা স্ত্রী নাতাশার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন হার্দিক। তাতেই কিছুটা পরিস্কার হয়ে গিয়েছিল শিগগিরই সুখবর আসছে।
অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের ছবি দিয়ে সুখবরটি ভক্ত-সমর্থকদের সঙ্গে শেয়ার করলেন হার্দিক। আর তার বাবা হওয়ার খবরটি শোনার পর ভারতীয় দলের সতীর্থ যুবেন্দ্র চাহাল থেকে শুরু করে লোকেশ রাহুলসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।