পিরোজপুরে একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা এলাকা থেকে একই পরিবারের তিনজনের ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানা গেছে।
নিহতরা হলেন- উপজেলার ধানীসাফা গ্রামের রত্তন আলী হাওলাদারের ছেলে ইজিবাইকচালক মো. আয়নাল হক, তার স্ত্রী খুকুমণি ও আড়াই বছরের মেয়ে আরছিয়া আক্তার।
মঠবাড়িয়া থানার ওসি মাকসুদুজ্জামান মিলু জানান, আয়নাল হক বাড়ির কাছে মোজাম্মেল হাওলাদারের একটি ভাড়া ঘরে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে প্রতিবেশীরা ঘরের মধ্যে আয়নাল হকের পরিবারের সদস্যদের সাড়া না পেয়ে সেখানে যান। এরপর জানালা দিয়ে তাকিয়ে ঘরের আড়ার সঙ্গে তিনজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে ধানীসাফা ইউপি ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মানিক বিশ্বাস বিষয়টি গ্রাম পুলিশকে জানান। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।