তালায় সরকারি কলেজ ছাত্রলীগের ২য় বারের মত বৃক্ষ রোপণ
মুজিবর্ষের আহ্বান , ৩টি করে গাছ লাগান’ এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা জেলার তালা সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা সময় তালার বিভিন্ন বাজারে মজসিদ, মাদ্রারাসা, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্টানে আমের চারা, পেয়ারা, লেবু সহ বিভিন্ন চারা রোপণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন তালা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ তুহিন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাওন আহমেদ, ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল্লাহ, ইন্টারমিডিয়েট ২য় বর্ষ ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান, পাঠচক্র ও সাহিত্য সম্পাদক ইমরান হোসেন, ইন্টারমিডিয়েট ১ম বর্ষ ছাত্রলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম রাজু, ছাত্রলীগ নেতা হেলাল গাজী, রকি শেখ, রাসিদুল সহ প্রমুখ ১নং ওয়ার্ড হাজরাকাটী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
তালা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ তুহিন জানান যে আমরা এই ভাবে বিভিন্ন বাজারে ও গ্রামে গিয়ে ফল গাছের চারা রোপণ করবো আমাদের কাছে এখনো ২০০ শত বিভিন্ন রকম গাছের চারা আছে।
Please follow and like us: