চাম্পাফুল কালিবাড়ি বাজারে জয় বস্তালয়ে দুর্ধর্ষ চুরি
আশাশুনি উপজেলার চাম্পাফুল কালিবাড়ি স্কুল মোড় সংলগ্ন জয় বস্তালয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে চাম্পাফুল কালিবাড়ি বাজারে জয় বস্তালয়ে এ চুরির ঘটনা ঘটে।
এসময় সঙ্ঘবদ্ধ চোর চক্রটি দোকাকানের সাটারের তালার আংটা ভেঙ্গে গার্মেন্টস সামগ্রীর দোকান থেকে নগদ টাকাসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
আজ শুক্রবার সকালে সরেজমিন ঘুরে, দোকান মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাযায়, প্রতিদিনের ন্যায় দোকানে বেচাকেনা করে বৃহস্পতিবার রাত ১২টার পর দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। ভোর সাড়ে ৫টার পাশের চায়ের দোকানদার জয়দেব দোকানে এসে দেখে জয় বস্তালয়ের সাটার খোলা অবস্থায় পড়ে আছে। তথক্ষনিক ভাবে দোকানের পরিচালক কমলেশ বশু কে ফোন করলে ঘটনা স্থানে এসে চুরির বিষয়টি নিশ্চিত হয়। দোকানের ভিতরে প্রবেশ করে দেখতে পায় মালামাল এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দোকানের সিসি ক্যামেরা ভেঙ্গে তার মনিটর হার্ডডিক্স সহ শাড়ি লুঙ্গি থ্রি পিচ, প্যান্ট শার্ট, নগত টাকাসহ সর্বমোট প্রায় আড়ই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ চুরির ঘটনায় আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করেছেন দোকানের মালিক সুবাশীষ কুমার বসু ।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, যথেষ্ট নিরাপত্তা না থাকায় চোরেরা দোকান থেকে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরাও আতংকিত হয়ে পড়েছেন।