কেশবপুর উপজেলাবাসিকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ
যশোরের কেশবপুর উপজেলা বাসিকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগে মহিমা মহিমায় প্রতিবছর ঈদ-উল-আযহা আমাদের মাঝে ফিরে আসে। হিংসা-বিদ্বেষ-লোভ ক্রোধকে পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির প্রধান শিক্ষা। মহান ত্যাগের শিক্ষায় অনুপ্রাণীত হয়ে সুখী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন,ঈদ আনন্দের দিন, খুশির দিন উৎসবের দিন। ঈদ আমাদের জন্য বয়ে আনে অনাবিল আনন্দ ও খুশির বার্তা। ঈদের গুরুত্ব আমাদের কাছে যেমন ধর্মীয় তেমনি সামাজিক। বছরান্তে বারবার আমাদের কাছে আনন্দের উৎসব হিসাবে ঈদ আসে।
তিনি বলেন দীর্ঘ একবছর পর ত্যাগের অনুপ্রেয়ণা ও খুশির বার্তা দিয়ে কোরবানির ঈদ বলে পরিচিত ঈদুল আযহা ফিরে এসেছে। এই ঈদ উৎসব ত্যাগের মহিমাকে স্মরণের মাধ্যমে কোরবানির মহান আদর্শে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা নিয়ে আসে। অসামন্য ত্যাগের মহিমাপূর্ণ এই ঈদ বিশ্ব মুসলিমের মধ্যে অনাবিল-আনন্দও নিয়ে আসে। পশুর কোরবানির মাধ্যমে মহান আল্লাহ-এর নির্দেশের প্রতি আনুগত্য প্রকাশ ও তার সন্তুষ্টি অর্জনই ঈদুল আযহার লক্ষ্য। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি গভীর আনুগত্য ও তার রাহে রয়েছে সর্বোচ্চ ত্যাগের অন্যনসাধারন এক ঘটনার স্মরণের শতাব্দীর পর শতাব্দী ধরে উদযাপিত হয়ে আসছে ঈদুল আযহা।
তিনি ঈদের খুশিরদিনে সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও প্রশান্তি। তিনি করোনা ভাইরাসের দূর্যোগকালীন সময়ে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।