সাতক্ষীরায় ছেলেকে বাঁচাতে যেয়ে মা নিহত
সাতক্ষীরার কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত সংঘর্ষে ছেলেকে প্রতিপক্ষের হাত থেকে রক্ষা করতে যেয়ে ভাতিজাদের হাতে চাচী নিহত হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২ টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামে। প্রতিপক্ষের বাঁশের লাঠির আঘাতে আমেনা বিবি (৭৫)। সে কৃষ্ণনগর গ্রামের মৃত ইমান আলীর স্ত্রী।
এসময় নিহত আমেনা বিবির দুই ছেলে আব্দুর রউফ (৩০) ও আব্দুর রহিম গাজী(৩৫)আহত হয়েছে। ঘটনার বিবরণ দিয়ে নিহতর বড় ছেলে অহেদ আলী গাজী বলেন, আমাদের জমিতে আমার চাচাতো ভাইয়েরা জোর পূর্বক পাকা ঘর নির্মাণ করছিল। তখন আমার ছোট ভাই আঃ রউফ তাদেরকে তাদের সীমানা নির্ধারণ করে ঘর নির্মাণ করতে বলে। এসময় আমার চাচা মৃত ইসমাইল গাজীর ছেলে দিদার গাজী (৪৫), মোসলেম গাজী (৩৫), এশার গাজী (৩৫), এশারের স্ত্রী রিজিয়া (৩০), মোসলেম গাজীর স্ত্রী ফাতেমা (৩৩) বাশের লাঠি, কুড়াল, হাতুড়ি, কোদাল সহ দেশিয় অস্র দিয়ে আমার ভাই আঃ রউফ এর উপর হামলা করে এলোপাতাড়ি মারতে থাকে। তখন আমার মা আমেনা বিবি ছোট ভাইকে উদ্ধারের জন্য গেলে তারা আমার মায়ের উপর ইট, লাঠিসোটা সহ দেশিয় অস্ত্রসহ ঝাপিয়ে পড়ে নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলে।
এবিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা তাদের চাচীকে এলোপাতাড়ি মারার এক পর্যায়ে তার মৃত্যু হয়েছে। এছাড়া মামলার প্রক্রিয়া চলছে ।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।