তালায় হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন চেয়ারম্যান আব্দুল আলি
হাজারো মানুষের অশ্রুভরা ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি,৩ যুগের ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম আব্দুল আলি আর নেই(৮৯) ইন্না লিল্লাহি..রাজেউন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১ টায় বার্ধক্য জনিত কারনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিকাল ৪টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থান দাশকার্টি মাদ্রসা পাশে দাফন সম্পন্ন হয়েছে।
জানাজা নামাজ অন্তে সংক্ষিপ্ত স্মরণ সভায় ইউপি চেয়ারম্যান এসএম আজিজুর রহমান রাজুর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা পরিষদের চেয়াম্যান, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার,উপজেলা জাতীয় পার্টির সভাপতি তালা সদরের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম,সাধারন সম্পাদক এসএম আলাউদ্দীন,যুগ্ন-সাধারন সম্পাদক এসএম জাহাঙ্গীর হাসান,জাপা নেতা এ্যাড: জিল্লুর রহমান,বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল,তুরন পার্টির কেন্দ্রীয় নেতা বিএম বাবলুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়,সাধারন সম্পাদক উপাধ্যক্ষ মো:শফিকুল ইসলাম,জালালপুর ইউপি চেয়ারম্যান এম.মফিদুল হক লিটু, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার ঈমান আলী, সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাংবাদিক এস.এম. লিয়াকত,মরহুমের বড় পুত্র প্রগতি লাইফ ইনন্সুরেন্স কোম্পানীর খুলনা বিভাগীয় প্রধান জিএম সাইদুর রহমান মুকুল,কনিষ্ঠ পুত্র সৌদি প্রবাসী সরকারী হাসাপাতালের ডা: জিএম মোস্তাফিজুর রহমান দিপু, ভাই জিএম শহিদুল্লাহ প্রমুখ। জানাজায়১২ ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি-সাধারন সম্পাদক,সকল রাজনৈতিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক,সমাজ সেবক ,সাংবাদিক সহ সর্ব স্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন। জানাজার নামাজ পরিচালনা করেন মরহুমের বড় পুত্র জিএম সাইদুর রহমান মুকুল।জিএম আব্দুল আলি তার রাজনৈতিক জীবনে তালা থানা ও সরকারী অফিস-আদালত সদরে স্থাপনের ভূমিকার নায়ক, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সহ অগণিত শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,খলিলনগর ইউনিয়ন পরিষদের ৩৬ বছরের সফল চেয়ারম্যান,পল্লীবন্ধু মনোনিত বিপুল ভোটে বিজয়ী উপজেলা চেয়ারম্যান সহ সমাজে উন্নয়ন মূলক কাজ করে গেছেন।বিগত ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জি.এম আব্দুল আলী জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের(এমপি), প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত,জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজাহার হোসেন,শেখ আশরাফুজ্জামান আশু,জাতীয় ছাত্র সমাজের সাতক্ষীরা জেলার সভাপতি কায়ছারুজ্জামান হিমেল,সাধারন সম্পাদক এসএম আকরামুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রোকেনুজ্জমান সুমন,যুগ্ন-সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু।
Please follow and like us: