কাদাকাটিতে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে তিন জন
আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি আহতদের স্বজনরা জানান, কাদাকাটি গ্রামের মৃত হারিছ মৌলবীর পুত্র আব্দুল্লাহ কিছু জমি বন্ধক নিয়ে দখলে আছেন। ঐ জমির উপর দিয়ে কবির বেগের স্ত্রী মাহমুদা পাশে তাদের জমিতে যাচ্ছিলেন রবিবার সকালে। তার জমির উপর দিতে যেতে নিষেধ করেন আব্দুল্লাহ। এছাড়া জমির আইলে মাটি দিয়ে আইলে হাত দিতেও নিষেধ করে তিনি। সাজার আইলে হাত দেবনা কেন? এমন প্রতি উত্তরে ক্ষিপ্ত হয়ে মাহমুদাকে মারপিট করা হয়। বিষয়টি স্থানীয় যুব সংঘ কর্তৃপক্ষ জানতে পেরে মিমাংসায় বসেন। সেখানে আজিজুল বেগ উপস্থিত হয়ে দু’দিনের সময় নিয়ে মিমাংসার ওয়াদা করেন তিনি। দু’দিন পার হলেও কোন ব্যবস্থা না নেওয়ায় (মঙ্গলবার) কথা কাটাকাটির এক পর্যায়ে মাহমুদার পুত্র মিলন আব্দুল্লাহর সাথে মারামারি করে। তখন আজিজুল, তার স্ত্রী কহিনুর ও দু’ ছেলে মিলনকে মারপিট করতে গেলে তার চাচাত ভাই ইকবাল ঠেকিয়ে দেয়। এরই জেরধরে বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে আব্দুল্লাহর পক্ষের রজব আলির পুত্র ছোবহান ও মিজান, আব্দুল্লার পুত্র আতা ও ওমে রড, লাঠি নিয়ে ইকবালকে বেদম মারপিট করে। জানতে পেরে তার ইকবালের বোন ফতেমা, মা পারুল এগিয়ে গেলে তাদেরকেও মারপিট করা হয়। গুরুতর আহত ইকবাল ও ফাতেমাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।