করোনামুক্ত হয়েই ভাঙন কবলিতদের পাশে মাশরাফী
করোনামুক্ত হওয়ার পর নির্ধারিত সময় আইসোলেশনে কাটিয়ে নিজ নির্বাচনী এলাকার নদীভাঙন কবলিতদের কাছে ছুটে গেছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা।
বৃহস্পতিবার সকালে লোহাগড়া উপজেলার মল্লিকপুরে মধুমতি নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন তিনি। এ সময় মাশরাফী সম্বলহারা মানুষের কথা শোনেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন, ভাঙন প্রতিরক্ষায় পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
মল্লিকপুর থেকে ফিরে লোহাগড়া উপজেলা চেয়ারম্যানের কক্ষে সীমিত পরিসরে এক মতবিনিমিয়ে মিলিত হন মাশরাফী বিন মোর্ত্তজা। এ সময় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চলমান বন্যায় লোহাগড়া উপজেলার জয়পুর, লোহাগড়া সদর, শালনগর, কোটাকোলসহ ছয়টি ইউপি মধুমতি নদীর ভাঙনের কবলে পড়েছে। এতে ঘরবাড়ি হারিয়ে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ।