বিশ্ব বাঘ দিবস আজ
আজ বিশ্ব বাঘ দিবস। এবারের বাঘ দিবসের স্লোগান ‘বাঘ বাড়াতে পণ, রক্ষা করি সুন্দরবন’। এ স্লোগানে সারাবিশ্বের মতো বাংলাদেশও পালন করবে দিবসটি।
এবার মহামারি করোনার (কোভিড-১৯) কারণে বাঘ দিবসে বড় কোনো অনুষ্ঠান থাকছে না। তবে ওয়েবিনারে আলোচনা সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
এদিকে বাঘ বাঁচাতে এবার প্রথমবারের মতো সুন্দরবনের ৬০ কিলোমিটার এলাকায় নাইলনের নেট বসাতে যাচ্ছে বন বিভাগ। এর মধ্যে সুন্দরবন পূর্ব বন বিভাগের জয়মনির ঘোল থেকে দাসের ভাড়ানি পর্যন্ত ৪০ কিলোমিটার এবং পশ্চিম বন বিভাগের কইখালী থেকে কদমতলা পর্যন্ত বাকি ২০ কিলোমিটার বসানো হবে।
এ প্রসঙ্গে নেট প্রকল্পের পরিচালক জাহিদুল কবির বলেন, এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মানুষ ও বাঘের মধ্যে দ্বন্দ্ব বা সংঘর্ষ কমানো এবং সুন্দরবনে এখন যেভাবে যত্রতত্র মানুষ ঢুকে পড়ে সেটা বন্ধ করা। এ দুই কারণেই নাইলনের নেট বসানো হচ্ছে।
এছাড়া বাঘের সংখ্যা বাড়াতে ৪৯ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা পাঠানো হয়েছে কমিশনে। বন বিভাগ জানায়, চলতি বছরের মধ্যে অনুমোদন পেলে প্রকল্পটি ২০২৩ সালের মধ্যে শেষ করা যাবে।
ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের তথ্য মতে, একশ’ বছর আগে সারাবিশ্বে বাঘ বিচরণ করতো এক লাখেরও বেশি। আর বিশ্বে বর্তমানে শতকরা ৯৫ শতাংশ কমে ৩ হাজার ৯০০টি বাঘ অবশিষ্ট আছে। বাংলাদেশে বাঘের একমাত্র আবাস সুন্দরবনেও কমেছে বাঘের সংখ্যা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সরকার তথা বন বিভাগের কার্যকর পদক্ষেপের ফলে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১১৪টিতে উন্নীত হয়েছে। ২০১৩-১৪ সালের জরিপে ১০৬টি বাঘ থাকার তথ্য পাওয়া যায়। অর্থাৎ পাঁচ বছরে ৮টি বাঘ বেড়েছে।
বাংলাদেশ বিশ্ব পরিমণ্ডলে যে কয়টি বিষয় নিয়ে গর্ব করে এর মধ্যে রয়েল বেঙ্গল টাইগার অন্যতম। এক