আশাশুনিতে আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
আশাশুনি উপজেলার শ্রীউলায় সুপার সাইক্লোন আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শ্রীউলার মাড়িয়ালায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
“আলোর পথে” নামক স্বেচ্ছাসেবী ছাত্র কল্যাণমুলক সংগঠন ইউনিয়নের ৩৫৩ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে। এর আগে উপজেলার প্রতাপনগর ও কয়রা উপজেলার বিভিন্ন নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝেও তারা খাদ্য বিতরণ করেছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, আলু, তৈল, পিয়াজ, মুড়ি, লবণ ও সেলাইন। খাদ্য সামগ্রী বিতরণ করেন, “আলোর পথে সংগঠনের সভাপতি মাসুদ হোসেন, সাধারণ সম্পাদক হামজাহ, মোঃ বাকী বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দীন হোসেন। এছাড়া সংগঠনের সিনিয়র উপদেষ্টা সেলিনা খাতুন এবং হাবিব রহমান, রাসেল হোসেন ও আমানুল্লাহ, পারভেজ প্রমূখ উপস্থিত ছিলেন।