সরকারিভাবে ভর্তুকি দিয়ে অতিরিক্ত পরিবহন ভাড়া কমানোর দাবীতে সমাবেশ ও গণস্বাক্ষর

সরকারিভাবে ভর্তুকি দিয়ে অতিরিক্ত পরিবহন ভাড়া কমানোর দাবীতে সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচী ২৭ জুলাই সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান বক্তা ছিলেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। সংহতি প্রকাশ করেন কলামিস্ট ও লেখক কালাম ফয়েজী, সাপ্তাহিক দামাল সম্পাদক মাহাবুবুল আলম আব্বাসী, মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আক্তার, সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন শিপু, সদস্য সাজিয়া রহমান, মোহাম্মদ আফসার প্রমুখ। এসময় বক্তারা বলেন, গত  ৮ মে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় আনুষ্ঠানিকভাবে ৪ প্রস্তাব দেয়া হয়েছিলো, আর তা হলো- ১. ভর্তুকি দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের পাশাপাশি সরকারিভাবে স্যানিটাইজার ও পরিচ্ছন্নতা তদারকির জন্য সেনা বাহিনীর একটি বিশেষ টিমকে দায়িত্ব দেয়া হোক ২. কোনভাবেই যেন ভাড়া বৃদ্ধি না হয় এবং স্বাস্থ্যবিধি ভঙ্গ না হয়; সেই লক্ষ্যে অবশ্যই স্টপেজ ব্যবহার বাধ্যতামূলক করা হোক। ৩. সেভ দ্য রোড-এর সারাদেশে ৪৭ জেলা কমিটির ৪৭ জন ও কেন্দ্রীয় কমিটির কমপক্ষে ২০ জনকে যোগাযোগ সেক্টরের জেলা ও কেন্দ্রীয় সকল পদক্ষেপে যুক্ত রাখা এবং ৪. সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার সাথে সাথে কঠোরভাবে বাংলাদেশের সড়ক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য দুর্নীতি-ঘুষ বন্ধে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হোক।
এসময় বক্তারা আরো বলেন, নির্মম করোনা পরিস্থিতিতে সরকার দেশ ও মানুৃষকে নিয়ে ভাবছে না; বরং কায়েমী স্বার্থবাদীদের পক্ষে থেকে জনগনের উপর ৬০% ভাড়া বৃদ্ধির স্টিম রোলার চাপিয়ে দিচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে এগিয়ে আসতে হবে, কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)