শ্রীউলায় পানিবন্ধীদের জন্য স্যালাইন সরবরাহ
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ঘুর্ণিঝড় আম্ফানে ভেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবিত মানুষের জন্য স্যালাইন সরবরাহ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে এ স্যালাইন হস্তান্তর করা হয়।
শ্রীউলা ইউনিয়নের হাজার হাজার প্লাবিত ও পানিবন্দী মানুষ অসহায় জীবন যাপন করছে। এলাকায় মানুষের মধ্যে পানি বাহিত রোগ দেখা দিয়েছে। খাওয়ার স্যালাইন সরবরাহসহ চিকিৎসা সেবা প্রদানে স্বাস্থ্য কমপ্লেক্স নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। এরই আওতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান এর নিকট শ্রীউলার মানুষের মধ্যে বিতরণের জন্য স্যালাইন তুলে দেন। এ সময় স্যানিটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তাফা এবং স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপন উপস্থিত ছিলেন।
Please follow and like us: