শাহীন চাকলাদার বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচন পরবর্তী এক মতবিনিময় সভা শুক্রবার সন্ধ্যায় কলাগাছি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে এবং সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনির স ালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগনেতা স্বপন কুমার মন্ডল, আজাহারুল ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল হালিম খান, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহীন আলম, সুফলাকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আলী হাসান মিন্টু, ছাত্রলীগনেতা মহির উদ্দীন মাহী প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এস এম মহব্বত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক গাউসুল আজম তুহিন, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগনেতা বিশিষ্ট মৎস্য ব্যাবসায়ী শাহাদাৎ হোসেন, প্রবীণ আওয়ামী লীগনেতা আনোয়ার হোসেন, সমর কুন্ডু প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন বলেন, দলীয় নেতা-কর্মীরা সক্রীয় থাকায় গত ১৪ জুলাই যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এই করোনার মাঝেও ১ লাখ ২৪ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ সময় তিনি সকল দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানান এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনের কাজ করার জন্য আহ্বান জানান।