দ্রুত রক্তপাত বন্ধ ও ক্ষতের দাগ সারাবে ডিম
কম খরচের মধ্যে যদি অধিক পুষ্টি পেতে চান, তবে ডিম হচ্ছে সেরা। কারণ ডিমে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। তাইতো ঘরে ঘরে ডিমের চাহিদাও রয়েছে। জানেন কি, ডিম কেবল স্বাস্থ্যের জন্যি উপকারী এমন নয়, এর রয়েছে আররো নানান গুণও।
ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষাতেও ডিম ভালো কাজ দেয়। এছাড়া ডিম শরীরের কাটা ছেড়া স্থানের রক্তপাতও বন্ধ করতে পারে! দেরি না করে চলুন জেনে নেয়া যাক রক্তপাত বন্ধে ও দ্রুত ক্ষত সারাতে ডিম কীভাবে ব্যবহার করবেন-
হাতের কাছে ওষুধ বা ব্যান্ডেজ না থাকলেও কাটা ছেড়া স্থানের রক্তপাত বন্ধ করতে বেশ সহায়ক ডিম। সিদ্ধ ডিমের সাদা অংশ ও খোসার মধ্যে যে সাদা পাতলা আবরণ থাকে তা আলতো করে কাটা অংশে লাগিয়ে রাখলেই রক্তপাত বন্ধ হবে। এমনকি এটি খুব দ্রুত ক্ষতের দাগ মেলাতেও বেশ কার্যকর।
Please follow and like us: