ডুমুরিয়ায় অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান :৬ হাজার টাকা জরিমানা
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে আজ সকালে অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ডুমুরিয়া বারোআনী বাজারের ব্যবসায়ী জনাব হাবিবুর রহমানের দোকানে অবৈধ কারেন্ট জাল পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন’১৯৫০ এর ৫ ধারায় ৫০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।অতঃপর জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
পাশাপাশি মাছে ফরমালিন আছে কিনা তা পরীক্ষা করা হয় এবং এসম্পর্কে সকলকে সচেতন করা হয়। পরবর্তীতে ডুমুরিয়া বাজারে করোনা প্রতিরোধে সরকার কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে কিনা- তা পর্যবেক্ষণ করা হয়। এসময় মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি অমান্যের অপরাধে ৭ টি মামলায় ১০ জন ব্যক্তিকে দণ্ডবিধি’১৮৬০ এর ১৮৮ ধারায় ১৫৫০/- অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ডুমুরিয়ার সহকারী কমিশনার ভুমি সঞ্জীব দাস,সাথে উপস্হিত ছিলেন ডুমুরিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক এবং ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Please follow and like us: