আশাশুনি পিডিএফ অফিসে গ্রীল কেটে চুরির চেষ্টা
আশাশুনি উপজেলা পরিষদ কম্পাউন্ডে অবস্থিত দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিএফ) অফিসের গ্রীল কেটে চুরির চেষ্টা করা হয়েছে। বুধবার রাতে চোরেরা গ্রীল কেটে ভিতরে ঢুকে চুরির চেষ্টা করে।
উপজেলা পরিষদের গেডের মুখে পিডিএফ অফিস অবস্থিত। অফিস কর্মকর্তাকর্মচারীরা সন্ধ্যা ৬.৩০ টার দিকে অফিস বন্দ করে চলে যান। পাকা বিল্ডিং এর বারান্দায় গ্রীল ব্যবস্থা। চোরেরা রাতের কোন এক সময় পিছনের বারান্দার গ্রীল কেটে বারান্দায় ঢুকে কৌশলে জানালার কাটের দরজা খুলে জানালার গ্রীল কেটে মূল অফিস ঘরের মধ্যে ঢোকে। এরপর অফিসের আলমারী, টেবিলের ড্র এর তালা ভেঙ্গে কাগজপত্র ও মালামাল তছনছ করে। অফিসে কোন টাকা পয়সা ও মূল্যবান মালামাল না থাকায় চোরেরা কিছু না নিয়ে আবার ঐ পথেই ফিরে যায়। সকালে অফিস খোলার পর বিষয়টি জানাজানি হয়। এব্যাপারে পিডিএফ কর্মকর্তা বি এম ফিরোজ আহম্মেদ বাদী হয়ে থানায় সাধারণ ডায়রী (নং ৯৯৮ তাং ২৩/০৭/২০) করা হয়েছে।