বড়দলে দোকান ওয়াল ভেঙ্গে চুরি: কিছু মালামাল সহ চোর গ্রেফতার
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ইলেক্ট্রনিক্স সামগ্রীর শো-রুমের ওয়াল কেটে ভিতরে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পুলিশ তড়িৎ অভিযান চালিয়ে এক চোরকে গ্রেফতার ও কিছু মালামাল উদ্ধার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
বড়দল ইউনিয়নের ব্যস্ততম মোকাম গোয়ালডাঙ্গা বাজারে সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান “চায়না বাংলা ভ্যারাইটিস শো-রুম” এর মালিক খায়রুল ইসলাম ফকির মঙ্গলবার দিবাগত রাত্র ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। গভীর রাতে নৈশ প্রহরীদের চোখকে ফাঁকি দিয়ে সংঘবদ্ধ চোরেরা দোকানের পশ্চিম পাশের ৫ ইি ওয়াল কেটে ভিতরের সিলিং ভেঙ্গে দোকানে প্রবেশ করে। এরপর দোকান থেকে অনুমান ৬০ পিচ মোবাইল সেট, ৭ পিচ এলইডি মনিটর, ৫ পিচ ফ্যান, ২পিচ আয়রন ম্যাশিনসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। সকালে মালিক শো রুমে গিয়ে চুরির ঘটনা জানতে পারেন। পুলিশে খবর দিয়ে ওসি মোহাম্মদ গোলাম কবিরের নেতৃত্বে দ্রুততার সাথে অভিযান পরিচালনা করে গোয়ালডাঙ্গা গ্রামের ছিদ্দিক গাজীর পুত্র নূর ইসলামের ঘর থেকে ২২ পিচ মোবাইল ও ১ পিচ এলইডি মনিটর উদ্ধার ও চোর নূর ইসলামকে আটক করেন। অন্য মালামাল ও অন্য চোরদের উদ্ধার ও গ্রেফতারের জোর তৎপরতা চালান হচ্ছে বলে জানাগেছে।