খাজরায় দু’দফা হামলায় ৩টি বাড়ি ভাংচুর ও মেম্বার আহত
পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ইউপি সদস্য আহত এবং মেম্বারের সমর্থকদের হামলায় অন্য পক্ষের ৩টি বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন, আহত মেম্বারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার (২১ জুলাই) আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী, দু’পক্ষের লোকজন ও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, খাজরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লাকী বিল্লাহ ও খোকার নেতৃত্বে সাবেক সভাপতি সাব্বির হোসেনকে মারপিট করে পুলিশে সোপর্ধ ও কাজলকে মারপিট করার ঘটনা এবং পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সন্ধ্যা ৮টার দিকে ইউপি সদস্য আরব আলীকে দক্ষিণ গদাইপুর কাছারী বাড়ির কাছে সড়কে পেয়ে প্রতিপক্ষ রাব্বি, জাকির, সালাম, সুজনসহ তাদের সহযোগিরা বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। রাত্র সাড়ে ৯ টার দিকে প্রতিপক্ষ আঃ রউফের নেতৃত্বে লাকী বিল্লাহ, খোকনসহ অর্ধ শতাধিক ব্যক্তি লোহার রড, চায়নিজ কুড়াল, রাম দাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মেম্বার হোসেন আলী, তার প্রতিবেশী খায়রুল ইসলাম ও তাহের আলির বাড়িতে হানা দেয়। এসময় পুরুষরা দ্রুত পালিয়ে গেলেও মহিলাদের উপর চড়াও হয় এবং ঘরের চাল, ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ব্যাপক ভাবে ভাংচুর করে এবং মহিলাদের গলায় দা ধরে হত্যার ভয় দেখিয়ে লুটপাট করে। আক্রমনকারীরা মেম্বর হোসেন আলীর বাড়ির ফ্রিজ, মনিটর, টিভি, শোকেস, আলমারীসহ মালামাল ও আসবাব পত্র ভাংচুর ও তছনছ করে। দেড় লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও ১ লক্ষ ৩০হাজার টাকা লুটকরে নিয়ে যায়। একই ভাবে তাহের ও খায়রুলের বাড়িতে টিনের চাল, ফ্রিজ, মনিটর, শোকেচ ও আসবাবপত্র ভাংচুর করে এবং ২ লক্ষ টাকার ৩ সেট স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে। তাদের তান্ডবে এলাকায় ত্রাসের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থান পরিদর্শন করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল। আহত মেম্বার আরব আলিকে প্রথমে আশাশুনি হাসপাতাল ও পরদিন সাতক্ষীরা হাসপাতালে রিফার করা হয়েছে।