একদিনেই করোনায় মৃত্যু ৫৬৭৮, শনাক্ত ২ লাখ ৩৯ হাজার
করোনাভাইরাসে একদিনে রেকর্ড ২ লাখ ৩৯ হাজারের বেশি সংক্রমণ দেখলো বিশ্ব। এদিকে মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল পাঁচ হাজার ৬৭৮ জনের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৪১০ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৯১ হাজার ৮৮০ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৯১ লাখ ১০ হাজার ২০৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ এক হাজার ৩৪৬ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৮১ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ লাখ ৬৬ হাজার।
করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এক হাজার ১১৯ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৪৪ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ৪০ লাখ ২৮ হাজারের বেশি সংক্রমিত।
এরপরই এদিন মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল ভারত। এদিন রেকর্ড ৬৭১ মৃত্যু দেখেছে দেশটি। মেক্সিকো মারা গেছে ৩০১ জন। এদিকে ইরানে গত ২৪ ঘণ্টায় ২২৯ জনের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।