সাতক্ষীরায় পিসিআর ল্যাব স্থাপন, টেকসই বেড়িবাঁধ নির্মানসহ ২১ দফা দাবি
সাতক্ষীরায় অবিলম্বে কোভিড-১৯ পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব স্থাপন, আম্পানে ক্ষতিগ্রস্থ শ্যামনগর আশাশুনিতে বেড়িবাঁধ নির্মাণসহ ২১ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সাতক্ষীরার কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, আজাদ হোসেন বেলালসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আম্পানের ২মাস পেরিয়ে গেলেও সরকার আর প্রশঅসনের কাছ থেকে উপকুলবাসী আশ্বাস আর প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাইনি। বৈশ্বিক মহামারি করোনার অবস্থাও খুব ভয়াবহ অবস্থা। প্রতিদিন করোনা উপসর্গে মারা যাচ্ছে একাধিক মানুষ। সাতক্ষীরায় অবিলম্বে কোভিড পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনসহ নাগরিক কমিটির ২১দফা দাবি মেনে নেয়ার জন্য জোর দাবি জানান।