জ্বর, সর্দি ও কাশিতে অসুস্থ জাহিদ হাসান
নতুন নিয়মে নাটকের শুটিং শুরু হওয়ার পরই কাজে নেমে যান অভিনেতা জাহিদ হাসান। এরপর বিরতিহীনভাবেই নাটকের শুটিং করেন তিনি। দেড় মাস পরই অসুস্থ হয়ে পড়েন এ অভিনেতা।
জানা যায়, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হন জাহিদ হাসান। এ অবস্থায় করোনাভাইরাসের টেস্ট করালে ফলাফল নেগেটিভ আসে; কিন্তু তারপরও অসুস্থতাবোধ করলে চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
জাহিদ হাসান বলেন, বাসায় বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তাই ঈদের আগে আর অভিনয়ে ফিরবো না। আগে সুস্থভাবে বেঁচে থাকতে হবে, তারপর কাজ।
হিমু আকরামের পরিচালনায় ‘গফুর কাকার তরমুজ’ নামের একটি ঈদের নাটকের শুটিং করছিলেন কয়েকদিন আগে। এ নাটকের শুটিং চলাকালীনই অসুস্থ বোধ করেন তিনি। ২৬ জুলাই পর্যন্ত তার ঈদের নাটকের শুটিং সিডিউল ছিল।
Please follow and like us: