শ্যামনগর সালমা ও নাহারের অত্যাচারের বিরুদ্ধে বাজার ব্যবসায়ীদের প্রতিবাদ সভা
শ্যামনগর উপজেলার হরিনগর বাজার ব্যবসায়ীরা সালমা খাতুন ও নাহারের অত্যাচারের বিরুদ্ধে গত ইং১৮জুলাই হরিনগর বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ অফিস ঘেরাও করে। এরপর মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য তাপস কুমার মন্ডল, সদস্য আব্দুর রশিদ, সাধারণ সম্পাদকজবেদ আলী গাজী, রবিউল ইসলাম, মোশারফ হোসেন, মাহফুজুর রহমান এবং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক গৌতম কুমার কর্মকার। বাজার কমিটির সদস্যবৃন্দ সালমা খাতুনের বিভিন্ন অপকর্মের বর্ণনা দিয়ে অবিলম্বে হরিনগর বাজারে তার ব্যবসা বন্ধ করার দাবি জানান। বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম মোড়ল ব্যবসায়ীদের সাথে থাকার প্রতিশ্রুতি দেন। সালমা ও নাহারে অত্যাচারের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ী মহল প্রতিকার চেয়ে মাননীয় জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা ০৪ আসুন, জেলা প্রশাসক সাতক্ষীরা, উপজেলা নির্বাহি অফিসার শ্যামনগর, অধিনায়ক রেব-৬ খুলনা, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শ্যামনগর থানা বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত১৭/০৬/২০২০ তারিখে কয়রা থেকে আগত ব্যবসায়ী আকবর আলীর নিকট হতে ২৭০০ টাকার জাল নিয়ে টাকা না দেওয়া, বাজার ব্যবসায়ীদের নিকট থেকে মালামাল নিয়ে টাকা না দেওয়া। বহিরাগত ব্যবসায়ীদের নিকট থেকে জোরপূর্বক মালামাল নেওয়া। তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা। এলাকার লোকজনকে অহেতুক ভাবে প্রকাশ্যে বাজারে মারপিট করা। চায়ের ব্যবসা আড়ালে অপকর্ম করা। প্রতিবাদ করলে মিথ্যা কেসে ফাঁসানোর হুমকি প্রদান।এ ব্যাপারে বাজার ব্যবসায়ীসহ এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করছে।
Please follow and like us: