বড় ভাইয়ের পাশে চির নিন্দ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক
চির নিন্দ্রায় শায়িত হলেন সাতক্ষীরার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সোনা। তিনি থানাঘাটা এলাকার মৃত. আব্দুল কুদ্দুসের পুত্র। শুক্রবার বাদ জুম্মা তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে বড় ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাযায় অংশ গ্রহণ করেন, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাছেরুল হক, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, নাগরিক আন্দোলন মে র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, শ্রমিকলীগ নেতা আব্দুল্লাহ সরদার, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, নাগরিক আন্দোলন মে র যুগ্ম সাধারণ সম্পাদক রওনক বাসার, আইন সম্পাদক ইকবাল লোদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির হোসেন খান চৌধুরি, দপ্তর সম্পাদক এম.বেলাল হোসাইন, ইউপি সদস্য গোলাম কিবরিয়া বাবু প্রমুখ।
এর আগে এই বীরযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন,সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি, নাগরিক আন্দোলন ম সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
তিনি বৃহস্পতিবার রাত ৮.৫০ মিনিটের দিকে সাতক্ষীরা শহরের নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দুই পুত্র ও এক কন্যাসহ অশংখ্য গুণগ্রাহি রেখেগেছেন।
শুক্রবার সকালে এই বীরকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল আমিন। এছাড়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলামসহ মুক্তিযোদ্ধাগনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিনি দীর্ঘদিন শারিরীকভাবে অসুস্থ্য ছিলেন। সাতক্ষীরা পাওয়ার হাউস অপারেশনসহ মহান মুক্তিযুদ্ধে অনেক বড় বড় অপারেশনে অংশ নিয়েছিলেন এই বীরমুক্তিযোদ্ধা। মহান স্বাধীনতা যুদ্ধে অসংখ্য স্থাপনা এক্সপ্লোসিভ দিয়ে উড়িয়েছেন তিনি। স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত মুক্তিকামী এ বীর বুকে মাইন বেঁধে বিজয় ছিনিয়ে এনেছিলেন। তাঁর মৃত্যুতে সাতক্ষীরায় শোকের ছায়া নেমে এসেছে।