পাটকেলঘাটায় ১৮ মণ ওজনের একটি ষাঁড়ের দাম চার লাখ টাকা
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামে প্রায় ১৮ মণ ওজনের এক ষাঁড়কে দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন মানুষ এই ষাঁড়কে দেখতে আসছে। তার সঙ্গে সেলফি উঠানোর হিড়িকও চলছে। অনেকে আবার এই ষাঁড়ের সঙ্গে তোলা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এসব কারণে ষাঁড়টি এখন আলোচিত হয়ে উঠেছে। তাকে দেখার জন্য প্রতিদিন জনতার ভিড় বেড়েই চলেছে।
আব্দুল মাজেদ বিশ্বাসের এই ষাঁড় একান্তই শখের বসে বাড়িতে বড়ো হয়ে উঠেছে। দেশীয় জাতের গাভীকে উন্নতমানের সিমেন দিয়ে মাত্র ২ বছর ২ মাসে প্রায় ১৮ মনেরও বেশি ওজন হয়ে গেছে ষাঁড়টি। তিনি নিজেও কখনো কল্পনা করেন নি যে তার ষাঁড়টি এত বড় হবে সেটা। তার বাড়িতে গেলে তিনি দেখান, দেশীয় জাতের বর্তমানে একটি গাভী তার গোলায়ে রয়েছে। ছোটো বড় মিলে আরো ৩টা বাছুর তার গোয়ালে রয়েছে এখন। তবে আশার বাণী হলো ছোটো বাছুরগুলোও ভবিষ্যতে রাজা বাবুর মত হতে পারে বলে তিনি ধারণা করেছেন।
ওই গ্রামের বাসিন্দারা জানান, মাজেদ বিশ্বাসের গরুর নাম ধরে ডাক দিলেই গরু বুঝতে পারে। মালিক যে নির্দেশ দেয় সেটাই রাজা বাবু পালন করে। মাজেদ বিশ্বাস জানান, এই রাজাবাবু তাদের গ্রামটি অনেক এলাকার মানুষের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে। দূরদূরান্ত থেকে লোকজন আসছেন রাজা বাবুকে দেখতে।
মালিক মাজেদ বিশ্বাস বলেন, রাজা বাবু প্রাকৃতিক খাবার খেয়ে শ্রেষ্ঠ গরু হিসেবে পরিচিতি লাভ করেছে। লাল রংয়ের রাজা বাবুর উচ্চতা ৫০ ইঞ্চি আর লম্বা ৯০ ইঞ্চি, ওজন প্রায় ১৮ মনের বেশি। ক্রয় করতে চাইলে যোগাযোগ করতে পারেন নগরঘাটা ২ নং ওয়ার্ডের বিশ্বাস বাড়ির আব্দুল মাজেদ বিশ্বাসের সাথে।