বহুল আলোচিত সাহেদ করিমসহ তিন জনের বিরুদ্ধে সাতক্ষীরার দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের
বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তারকৃত সাহেদ করিমসহ তিন জনের বিরুদ্ধে সাতক্ষীরার দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৫ জুলাই) রাত ১০ টা ৪৫ মিনিটে র্যাব-৬ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন। তিনি অধারো জানান, এ মামলায় প্রতারক সাহেদ করিমকে প্রধান আসামী ও নৌকার মাঝি বাচ্চুকে পলাতক আসামী এবং অজ্ঞাত আরো একজনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়েছে। ১৯৭৮ সালের আর্মস এ্যাক্টের ১৯ এ তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি/এ ধারায় দেবহাটা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা নং -০৫।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এর আগে বুধবার (১৫ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদী থেকে বোরকা পরে নৌকায় করে পালিয়ে ভারতে যাওয়ার সময় সাহেদ করিমকে আটক করে র্যাব।