কালিগঞ্জ ইসলামী ব্যাংকের ম্যানেজারসহ ১৩ জনের করোনা পজিটিভ,আক্রান্তদের দিয়েই চলছে অফিস
সাতক্ষীরার কালিগঞ্জে করোনা আক্রান্তদের দিয়েই অফিস চালাচ্ছে ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্যাংকটির পাঁচজন স্টাফ নতুন করে করোনায় আক্রান্ত হয়। কালিগঞ্জ স্বাস্থ্য বিভাগ ব্যাংক কর্তৃপক্ষকে পাঁচজন স্টাফের করোনা পজেটিভ ধরা পড়েছে বলে জানিয়ে দেয়। এরপরও জনবল সংকট দেখিয়ে তাদের দিয়ে বিকাল ৫ টা পর্যন্ত অফিস করান কর্তৃপক্ষ। ফলে অফিস স্টাফও গ্রাহকদের মাঝে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শাখা টিতে ম্যানেজার ও দুইজন সিকিউরিটি গার্ডসহ ১৩ জন করোনায় আক্রান্ত।
নতুন করে আক্রান্ত ব্যাক্তিরা হলেন, ব্যাংক কর্মকর্তা মুহাঃ সাইফুল ইসলাম (৪০), ফয়ছাল মাহমুদ, এইস এম খায়রুল্লাহ(৩৬), সিদ্দিকুর রহমান (৪১), ও সিকিউরিটি গার্ড হাবিবুর রহমান (৪২)।এর আগে ব্যাংকটির আরো ৮ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়। তারা হলেন, ব্যাংকটির শাখা ব্যবাপস্থাপক নুর মোহাম্মদ, সেকেন্ড ম্যানেজার আবুল হোসেন, অফিস স্টাফ এসও নূরজ্জামান, শমসের আলী,খলিলুর রহমান,আকবার হোসেন, আব্দুর রহমান ও সিকিউরিটি গার্ড শরিফুল ইসলাম। এছাড়া করোনা উপর্সগ নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছে আরো ৫ কর্মকর্তা
ব্যাংকটির সূত্র জানায়, শাখা টিতে মোট ৩৮ জন কর্মকতা রয়েছে। এছাড়া আরডিএস শাখায় আরো ১৩ জন অফিস স্টাফ রয়েছে। ব্যাংকটির কয়েক জন গ্রাহক জানান, ব্যাংটিতে বর্তমানে লেনদেন করতে ভয় পাচ্ছি। বেশির ভাগ স্টাফ করোনায় আক্রান্ত। সরকারের উচিৎ ব্যাংকটি লকডাউন করে দেয়া। ব্যাংটির এক কর্মকর্তা জানান, তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেল মহোদয় কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এছাড়াও কালিগঞ্জ থানার এএসআই অনুপ কুমার দাশ(৪০), থানার সবটাফ নাজমুল আলম (২৩), রিক্তা পারভীন ও বাজার গ্রামের শেখ আব্দুর রউপের পুত্র শেখ আব্দুর রাজ্জাক (৩২) করোনা পজেটিভ হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান জানান, বৃহস্পতিবার আক্রান্তদের ১৩ জুলাই নমুনা নেওয়া হয় ১৬ জুলাই তাদের করোনা পজিটিভ এসেছে।
Please follow and like us: