আশাশুনিতে বিনামূল্যে সোলার সামগ্রী বিতরণ
আশাশুনিতে ১০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে বিনামূল্যে সোলার সিস্টেম সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কার্যালয় চত্বরে এ সোলার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন সরকারী অর্থায়নে, সোলার ইনার্জি ডেভলপমেন্ট ইনদ্যা ক্লাইমেট ভারনারেবল এরিয়া অব বাংলাদেশ (সৌর শক্তি উন্নয়ন কর্মসূচি) প্রকল্পের আওতায় এ সোলার সামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সোলার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক ছাবিলা খাতুন, সিনিয়র সহকারী পরিচালক আবুল হাসান, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ফিরোজ আহম্মেদ প্রমূখ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১০০০ ওয়াট সোলার প্যানেলসহ প্রয়োজনয়ি সোলার সিস্টেম সামগ্রী ও একটি করে সোলার ফ্যান প্রদান করা হয়।