সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার আর নেই
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার (৭৭) আর নেই।মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টা ১৫ মিনিটে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।আবুল খায়ের সরদার ফিংড়ি ইউনিয়নের পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি সরাসরি সম্মুখযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন।
আবুল খায়ের সরদার ছিলেন একজন দক্ষ সংগঠক। তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আজীবন নেতৃত্ব দিয়ে গেছেন।তিনি জেলা ভূমিহীন সমিতির সভাপতি, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।আবুল খায়ের সরদার গাভা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি গাভা দাখিল মাদ্রাসা, গাভা হাইস্কুল ও জিফুলবাড়ি দরগাহ শরীফ আলিম মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার (১৬ জুলাই) জোহর নামাজের পর মরহুমের জানাজা নামাজ গাভা আইডিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত।
এদিকে, আবুল খায়ের সরদারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এসএম কামাল, সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমদ, সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবু রায়হান তিতু, সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সামছুর রহমান প্রমূখ।