সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যানসহ মোট ৪২৫ জন করোনা আক্রান্ত
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলামসহ দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত ৪২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।
আক্রান্তরা হলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম এবং তালা উপজেলার সুকদেবপুর গ্রামের নুরুজ্জামান।
বুধবার দুপুরে পাওয়া নমুনা রিপোর্টে উক্ত ২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, এ জেলায় আজ পর্যন্ত ৪২৫ জন করোনা পজিটিভি রিপোর্ট এসেছে। তিনি আরো জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি ডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
Please follow and like us: