ঈদের আগে ও পরে আটদিন গণপরিবহন বন্ধ
ঈদের আগে পাঁচদিন ও পরে তিনদিন গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকের শুরুতে তিনি এ কথা জানান। ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদের আগে পাঁচদিন, ঈদের দিন ও পরে তিনদিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে আসবে।
তিনি বলেন, যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ঈদের পাচঁ দিন আগেই যেতে হবে। যারা আসতে চায় তাদের ঈদের তিনদিন পরেই আসতে হবে।
আসন্ন ঈদে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী।
Please follow and like us: