ব্যাক্তি মালিকানা জমির উপর পিচের রাস্তা করার অভিযোগ
ডুমুরিয়া নরনিয়া সরকারি পিচের রাস্তার নির্মান কাজের বাধাঁ দেওয়ায় সঠিক মাপের পর নির্ধারণ করা হয়েছে রাস্তার কাজ। রাস্তার উপর দুটি মেহগনি গাছ থাকায় এই সমস্যা তৈরি হয়। গাছ দুটি বাঁচাতে জমির মালিক বাবু ঘোষ পূর্ব পাশ্ববর্তী জমির মালিক হাবিবুর রহমানের জমির মধ্যে রাস্তা ঠেলে দেওয়ার অভিযোগে কাজ বন্ধ করে দেওয়া হয় ।
একাধিক বার জমি মাপা মাপির পর দেখা গেল রাস্তার মধ্যে ৩ ফুট জমি পূর্বপাশ্ব জমির মালিক হাবিবুরের পৈত্রিক জমি আছে । রাস্তার বাকি অংশ পশ্চিম পাশ্বের বাবু ঘোষের জমির ভিতরে ৫ ফুট রাস্তার জমি পাওয়া যায়। যা বাবু ঘোষ ভোগ দখল করে আসছে।
এ ঘটনায় গতকাল ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ ঘটনা স্হলে আসেন এবং জমির সঠিক মাপ পরিদর্শন করে তিনি বলেন, রাস্তার বাজি অংশ পশ্চিম পাশ্বের দিকে সরিয়ে নিয়ে রাস্তা করার নির্দেশ প্রদান করেন। এ সময় স্হানীয় লোকজন উপস্হিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহনান হাবিব, সাংবাদিক আব্দুল কুদ্দুস, কালিদাস,বলাই মিত্র,আনছার গাজী, আব্দুল ওয়াহাব গোলদার, বাবু ঘোষ,হাবিবুর রহমা, সার্ভেয়ার হিসাবে উপস্হিত আব্দুল মোতালেব সহ প্রমুখ।
এতে সকলেই চেয়ারম্যান এজাজ সাহেবকে ধন্যবাদ জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার উপরে বড় বড় কয়েকটা মেহগনি গাছ রয়েছে। এই গাছ একটি কুচক্রী মহল বিক্রয় করার জন্য বিভিন্ন বেপারী দ্বারা দরদাম করছে বলে জানা যায়। এহেন পরিস্থিতি ঘটলে এলাকার জনগন এর প্রতিবাদ করবে বলে জানান।
Please follow and like us: