ত্বকের কালচে দাগ ছোপ দূর করবে আম
গরমে ত্বক হয়ে উঠে রুক্ষ ও মলিন। অতিরিক্ত গরমের কারণে এই সময়ে সান ট্যান, ডিহাইড্রেশন, অ্যালার্জিসহ নানা ধরনের সমস্যা দেখা দেয় ত্বকে। তবে এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে একটি আম।
ভাবছেন এতো প্রসাধনী থাকতে আম কেন? আসলে আম শুধু শরীরকেই পুষ্টি দেয় না বরং এই মিষ্টি ফলে থাকা গুণ ত্বককেও সুন্দর করে। চলুন তবে জেনে নেয়া যাক ত্বকের যত্নে পাকা আমের উপকারিতা সম্পর্কে-
> ত্বকের কালচে দাগ-ছোপ দূর হয়।
> ত্বকের বলিরেখা দূর করে।
> রোদে পোড়া ত্বকের ট্যান দূর হয়।
> ত্বকের শুষ্কতা দূর করে, ত্বকে সজীব রাখে।
> বয়সের ছাপ পড়তে দেয় না।
> ত্বক উজ্জ্বল করে।
সপ্তাহে তিন দিন পরিমাণ মতো আমের রসের সঙ্গে ময়দা দিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগান। ১৫ মিনিট পর শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।
এখন আম পাওয়া যাচ্ছে, যদি এই মৌসুমের পরও ত্বকের যত্নে আমের প্যাক লাগাতে চান, তবে আমের রস বরফ করে রাখতে পারেন। এছাড়াও আস্ত আম জিপলক ব্যাগ বা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন।