কলারোয়ায় অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
কলারোয়া উপজেলা পরিষদের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ৪০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেলাই মেশিন বিতরণ করেন।
অনুষ্ঠানে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে ও কলারোয়া উপজেলা প্রকৌশলী নাজিমুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফার উদ্দীন, উপজেলা সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম প্রমূখ।
স্থানীয় সরকার প্রকৌশল আয়োজিত সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে মেশিন বিতরণের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, প্রশিক্ষণ গ্রহন করে সকলকে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে হবে৷ সমাজের কেউই যেন অর্থনৈতিক চাহিদা থেকে পিছিয়ে না থাকে।
কলারোয়া উপজেলা প্রকৌশলী নাজিমুল হক জানান, ২০১৯-২০ অর্থবছরের এডিপির আওতায় ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।