সাতক্ষীরায় চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও ব্যাংক কর্মকর্তাসহ আরো ৪৪ জন করোনা আক্রান্ত
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ব্যাংক কর্মকর্তাসহ আরো ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৩৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে আজ রোববার দুপুরে পাওয়া নমুনা রিপোর্টে ৪৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
নতুন করে করোনা আক্রান্তরা হলেন, কলারোয়া সোনালী ব্যাংকের ম্যানেজার শেখ সালাউদ্দিন, কলারোয়ার বয়টার মিম, যশোরের বাকুড়ার আব্দুল্লাহ হোসেন, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব শেখ রাশেদ বিল্লাহ, আটুলিয়ার আবু বক্কর সিদ্দিক, ঈশ্বরীপুরে আমজিদ হোসেন, সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন রুপা কুমার সিংহ, সাতক্ষীরা শহরের মেহেদীবাগের মোস্তাফিজুর রহমান, ধানদিয়ার রুপা আক্তার, সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন মাসুদ মোল্লা, রহিম হোসেন, আনোয়ারা, শারমিন আক্তার, কাটিয়ার শাহানা আক্তার, মুনজিতপুরের অমিত মল্লিক, সুলতানপুরের সুমাইয়া সিদ্দিক, সুলতানপুরের নিশাত তামান্না, নারগিস আক্তার, আজিজুল হক, অ্যাডভোকেট চঞ্চল, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেড অ্যাসিসটেন্ট আব্দুর রাশেদ, অফিস সহকারী রুমা পারভীন, স্কোয়ার ফার্মার মোস্তাফিজুর রহমান, কালিগঞ্জের মথুরেশপুরের সামিউল ইসলাম, নলতার হারান সরকার, কালিগঞ্জ ইসলামী ব্যাংকের কর্মকর্তা শমসের আলী, শরিফুল ইসলাম, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একেএম মনজুর কাদের, বাজারগ্রামের রহিমা খাতুন, মুহিম হোসেন, কাকশিয়ালির মাহবুবুর রহমান, শীতলপুরের আকবার হোসেন, রাফি, নলতার রুহিনা তাসনিম, নলতার ডা, তাহমিনা পারভীন, তাহিয়ান, তাসওয়াফ ও মহৎপুরের নাজমুল, বাজারগ্রামের আবুল কাশেম ও নলতার রিয়াজুল এবং আশাশুনির লাঙ্গলদাড়িয়ার খলিলুর রহমান।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করে লাল পতাকা টানানো হয়েছে।